চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় ৪শ’ মেট্রিক টন আম বিদেশে রপ্তানী হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় ৪শ’ মেট্রিক টন আম বিদেশে রপ্তানী হবে। রপ্তানী প্রক্রিয়া সহজ করতে সরকার সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে নওগাঁর সাপাহারে আম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে গাছ থেকে আম সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, এবার আমের ফলন ভাল হয়েছে। বাগানীরা যাতে ন্যায্য দাম পান এবং হাট-বাজারে নির্বিঘ্নে আম বাজারজাত করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখছে কৃষি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে আমবাগানী, কৃষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, বাগান থেকে পর্যায়ক্রমে গোপালভোগ, ক্ষীরসাপাত, নাগ ফজলি, ল্যাংড়া, আম্রপালি ও বারি জাতের আম বাজারে আসবে।