চরম ঝুঁকিতে রয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো

- আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মোকাবেলায় চরম ঝুঁকিতে রয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধের কোন নির্দেশনাই মানছে না মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। তারা ক্যাম্পের ভেতরে সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে সর্বত্র। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। তবে স্থানীয় প্রশাসনের দাবী-ক্যাম্পগুলো লকডাউনের পাশাপাশি রোহিঙ্গাদের সচেতনতা বাড়ানোর কাজ চলছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে গাদাগাদি করে বসবাস করছে মায়ানমারের ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। একদিকে উচ্চ ঘনবসতি, অন্যদিকে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সামাজিক দূরত্ব জ্ঞানের অভাব এবং বিদেশীদের আনাগোনার কারণে এসব ক্যাম্পে করোনা ভাইরাসের ঝুঁকি তুলনা অনেক বেশি। এর মাঝে ক্যাম্পে একসাথে বহুজনের জটলা, চায়ের দোকানে আড্ডা আর মুখে মাস্ক ব্যবহার ছাড়াই অবাধে ঘোরাফেরা করছে রোহিঙ্গারা। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়েই চলেছে এই বিশাল জনগোষ্ঠীতে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকিও তারা বাড়িয়ে দেয়ায় চরম দুশ্চিন্তায় স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্যাম্পগুলোতে প্রচারণা চালাচ্ছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তারা মাইকিং করে সতর্ক করলেও কিছুতেই আটকানো যাচ্ছে না রোহিঙ্গাদের।
অন্যদিকে রোহিঙ্গাদের কেউ আক্রান্ত হলে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন। ক্যাম্পে ব্যবস্থা করা হয়েছে কোয়ারেন্টাইনেরও। এছাড়া ২শ’ শয্যা বিশিষ্ট আলাদা হাসপাতাল তৈরির কাজও এগিয়ে চলছে বলে জানান জেলা প্রশাসক।
ঝুঁকি এড়াতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতার সাথে সীমিত পরিসরে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।