চরম উদ্বিগ্ন পিএসজির ব্রাজিল তারকা নেইমার

- আপডেট সময় : ০৮:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে কবে নাগাদ মাঠে ফিরবে ফুটবল, সেই নিশ্চয়তা না থাকায় চরম উদ্বিগ্ন পিএসজির ব্রাজিল তারকা নেইমার।
খেলা, মাঠের লড়াই, ক্লাবের আবহ কিংবা পিএসজির সতীর্থ, সবকিছুই নাকি মিস করছেন এই ব্রাজিলিয়ান। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য থমকে আছে ফুটবলসহ সব ধরনের খেলাধুলা। কবে নাগাদ আবার শুরু হবে মাঠের লড়াই, তাও অজানা সবার। এমন অনিশ্চয়তা উদ্বিগ্ন করে তুলেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তবে নিজেকে প্রস্তুত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলে নিজের বাড়িতেই দীর্ঘদিনের ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে চালিয়ে যাচ্ছেন প্রতিদিনের অনুশীলন। করোনা প্রভাব কাটিয়ে দ্রুত মাঠে ফিরবে ফুটবল এমনটাই প্রত্যাশা নেইমারের। মহামারীর করোনার কারণে চলতি মৌসুমের ফরাসী লিগ স্থগিত হওয়ার আগে পিএসজির হয়ে ২২ ম্যাচে ১৮ গোল করেন নেইমার।