চমক দেখিয়েই চলেছে পেন্টাগন থেকে ফাঁস হওয়া গোয়েন্দা নথি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
একের পর এক চমক দেখিয়েই চলেছে পেন্টাগন থেকে ফাঁস হওয়া গোয়েন্দা নথি। পেন্টাগনের গোপন নথি ফাঁসের পেছনে জড়িত ন্যাশনাল গার্ড অফিসার জ্যাক টেক্সেইরার ১৫ বছরের সাজা হতে পারে। আরো জানা গেছে, রাশিয়ার কাছে চীনের অস্ত্র বিক্রির তথ্য।
এবার ফাঁস হওয়া এসব নথি থেকে জানা গেছে, রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে চীন। তবে বেইজিংয়ের চাওয়া, অস্ত্রের চালানের বিষয়টি মস্কোকে গোপন রাখতে হবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একটি বড় ধরনের হামলার বিষয়টি নিয়ে ভাবছে বেইজিং। যদি এমনটা হয়, তবে চীন যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে তার পক্ষে একটা যুক্তিও দাঁড় করানো যাবে।