চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ভূমিকা রাখছে বিজিএমইএ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের গার্মেন্ট শিল্পকে নিরাপদ, পরিবেশ ও শ্রমিকবান্ধব করতে ভূমিকা রাখছে বিজিএমইএ।
দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, আগামীতে ১’শ বিলিয়ন টাকার গার্মেন্ট পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। সবার সহযোগিতা পেলে লক্ষ্য অর্জন সম্ভব বলে আশা করেন তিনি। এ দিন নিপোশ এর সমাপনী অনুষ্ঠানে ২৫টি পরিবেশ ও শ্রমিকবান্ধব গার্মেন্ট প্রতিষ্ঠানের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নিপোশ প্রকল্পে আর্থিক সহায়তা দানকারী দেশ ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।