চতুর্থ দিনের মতো ঢিলেঢালা লকডাউন চলছে

- আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সারাদেশে চতুর্থ দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন। দারিদ্র পরিস্থিতি প্রকট থাকায় লকডাউন নিশ্চিত করতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
ময়মনসিংহে ঢিলেঢালাভাবে চলছে চতুর্থ দিনের লকডাউন। প্রতিটি হাটবাজারে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সড়কে বাস ছাড়া দ্বিগুণেরও বেশী ভাড়ায় চলছে অন্যসব যানবাহন। এদিকে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পড়াতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।
নেত্রকোনায় দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিক্সা, রিক্সা, সিএনজি চলাচল অব্যাহত রয়েছে। লকডাউন উপেক্ষা যাতায়াত অব্যাহত রয়েছে সব বয়সী মানুষের।মাস্ক ছাড়াই চলাচল করছে অনেকেই।
করোনা প্রতিরোধে ৫ এপ্রিল শুরু হওয়া লকডাউন যেন মানছেই না সিরাজগঞ্জের জনসাধারণ। লকডাউনের কারণে শুধু অভ্যান্তরীন ও দূরপাল্লার যানবাহন চলাচল এবং কিছু দোকানপাট,শপিংমল বন্ধ থাকলেও বাকী সব কিছুই চলছে স্বাভাবিক। আর প্রশাসনের তৎপরতাও নেই মাঠ পর্যায়ে।
এদিকে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চতুর্থদিনের মতো সাতক্ষীরায় লকডাউন কর্মসূচি চলছে খুবই ঢিলেঢালা ভাবে। তবে জনস্বার্থে লকডাউন নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। সকালে থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।