চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি শেষ
- আপডেট সময় : ০৬:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৯১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি ধাপে ধাপে শেষ করছে জেলা নির্বাচন অফিস। এর অংশ হিসেবে ৪৩ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ চলছে। যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। ভোটারের সংখ্যা আগের নির্বাচনের চেয়ে বেড়েছে প্রায় ১ লাখ।
ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ১৯৬৫টি ভোটকেন্দ্রের ১২, ৫৯৫টি ভোটকক্ষ। আর দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ৪৩ হাজার ৭২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার ধাপে ধাপে চলছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক, নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে দেয়া হচ্ছে দিকনির্দেশনা
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে এমন বার্তা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা।
উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্রের নিরাপত্তাসহ সকল পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
চট্টগ্রামের ১৬ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১১৪ জন প্রার্থী।


















