চট্টগ্রামের হালদা নদীতে চলতি বছরে তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে মা মাছ
 
																
								
							
                                - আপডেট সময় : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হালদা নদীতে চলতি বছরে তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে মা মাছ। দেশীয় মাছের একমাত্র প্রজনন ক্ষেত্র হালদায় রুই, কাতলা, মৃগেল, কালবাউশ প্রজাতির মাছের উৎপাদন হয়।
মে মাসের ১৫ তারিখ প্রথমবারের মতো হালদায় ডিম ছাড়ে মা মাছ। তবে পরিমাণ ছিলো একেবারেই কম। সময়মত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হওয়ায় প্রথমবার পর্যাপ্ত ডিম পাওয়া যায়নি। ১০ দিন পর অমাবস্যার জোতে দ্বিতীয় বারের মতো ডিমের দেখা মেলে হালদায়। ১৫ জুন থেকে মোসুমী বৃষ্টিপাত শুরু হওয়ায় ফের ডিমের আশায় বিশেষ নৌকা, জাল ও বালতি নিয়ে হালদায় পাহারা বসায় ডিম আহরণকারীরা। অবশেষে গভীর রাতে ডিমের দেখা পান জেলেরা। ভোর পর্যন্ত ডিম আহরণ চলে। তবে প্রত্যাশা অনুযায়ী ডিমের দেখা মেলেনি এবারো। হালদা গবেষকরা বলছেন, সময়মত পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হওয়ায় বিক্ষিপ্তভাবে ডিম ছাড়ায় ডিমের পরিমাণ ও সংগ্রহ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছ।

 
																			 
																		










