চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের গুলিতে এক ট্রাক চালক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের গুলিতে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত ট্রাক চালকের নাম আব্দুর রহমান।
শুক্রবার ভোরে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লিংকরোডের ৪ নম্বর ব্রিজ পার হওয়ার পর ট্রাকটিকে সামনে থেকে আরেকটি ছোট পিকআপ গতিরোধ করে। এ সময় ছোট পিকআপ থেকে ৪-৫ জন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামাতে বলে। ড্রাইভার ট্রাকটি না থামালে ডাকাতরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আব্দুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।