চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নিখোঁজের এক মাস পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে আনসার নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার দরবেশহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। পুলিশ জানিয়েছে, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। দরবেশহাট সওদাগরপাড়া এলাকায় তার খামারবাড়িতে কাজ করতেন দুই রোহিঙ্গা যুবক। টাকার লোভে গত ৩০ ডিসেম্বর তারা আনোয়ারকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে দুজনের মোবাইল ফোন বন্ধ।























