চট্টগ্রামের মিতু হত্যার ঘটনায় পিবিআই হেফাজতে স্বামী বাবুল আকতার
- আপডেট সময় : ১২:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আলোচিত মিতু হত্যার ঘটনায় নতুন আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে পাঁচলাইশ থানায়। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি করবেন বলে জানা গেছে।
এই মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে পিবিআই। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের পর বাবুল আকতারকে হেফাজতে নেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। পিবিআই জানায়, টানা ৪ বছর তদন্তে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা পায় পিবিআই। ২০১৬ সালের ৫ জুন ভোরে সন্তানকে স্কুলে নেয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে দুবৃত্বরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে তৎকালীন পুলিশসুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। ওই ঘটনায় বাবুল আক্তার নিজেই বাদী হয়ে মামলা করে। কিন্তু পরবর্তীতে পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের সোর্সদের জড়িত থাকার প্রমাণ মেলে। তখনই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হন বাবুল আক্তার।























