চট্টগ্রামের পাহাড়তলীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ছুরিকাঘাতে দুই যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৭১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পাহাড়তলীতে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মাসুম ও সবুজ নামের দুই যুবক নিহত হয়েছে
গতকাল রাত ৯ টার দিকে পাহাড়তলীর বিটেক মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারী সংক্রান্ত বিরোধ নিয়ে কয়েকদিন ধরেই উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাতে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এসময় ওই দুই যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জনান, দুগ্রুপের সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।




















