চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এসময় তিনি বিভিন্ন দোকানের ক্রয়-বিক্রয় রশিদের পাশাপাশি মূল্য তালিকা খতিয়ে দেখেন।অনিয়ম পাওয়ায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেন। তিনি জানান, রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান চলবে। তবে ব্যবসায়ীরা জানান, রমজানের পণ্য আরো অন্তত এক মাস আগে খাতুনগঞ্জ থেকে খুচরা বাজারে চলে গেছে। এই মুহুর্তে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে কোন সুফল আসবে না বলেও জানান তারা।