চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রত্যাহার করার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানকে প্রত্যাহার করার দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।
সকালে সমিতির অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান আইনজীবী নেতারা। তাদের অভিযোগ পরীর পাহাড়কে ঘিরে সাড়ে তিনশো স্থাপনার মধ্যে তাদের স্থাপনা মাত্র ৫টি। যা সিডিএসহ সংশ্লিষ্ট সব দফতরের অনুমোদন নিয়েই গড়ে তোলা হয়েছে। বাকি সব স্থাপনা অবৈধ। জেলা প্রশাসকের অফিসের কর্মকর্তা কর্মচারীরাই এসব অবৈধ স্থাপনা গড়ে তুলেছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনসহ বার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।





















