চট্টগ্রামের চর বায়োজিদে বসতবাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড

- আপডেট সময় : ০১:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চর বায়েজিদের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের আরো একজন গুরুতর দগ্ধ চিকিৎসাধীন আছেন। তারে অবস্থাও আশংকাজন।
ভোরে চর বায়েজিদের শহীদনগরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪ টার দিকে হঠাৎ ওই বাড়ির রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বাড়ির একাংশে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে চারজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারুফ নামের একজনের মৃত্যু হয়। পরে আহত তিনজনের মধ্যে নুর নাহার এবং শিয়া নামে আরও দু’জনের মৃত্যু হয়। বাকি আরেকজনের অবস্থাও আশংকাজনক। তাদের শরীরের অন্তত ৯০ শতাংশই দগ্ধ হয়। ফায়ার সর্ভিস জানায়, গ্যাস লাইনের লিকেজ থেকে ওই বাড়ির রান্নাঘর গ্যাস চেম্বারে পরিণত হয়। ভোরে পরিবারের একজন রান্নঘরে মশার কয়েল জ্বালাতে গেলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।