চট্টগ্রামের একটি পাঁচতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকোলিয়ায় রাহাত্তারপুল এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ দুই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভবনটির পঞ্চম তলায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দু’টি দল। বিস্ফোরণে ওই ভবনটির পাঁচতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দু’টি ফ্ল্যাটের দরজা ও জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানান তিনি। স্থানীয়রা জানায় সকাল সাড়ে ১০ টার দিকে বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়।























