চট্টগ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ করেছে জেলা প্রশাসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে চট্টগ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ করেছে জেলা প্রশাসন।
এতে বক্তারা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে একটি সাম্প্রদায়িক গোষ্টি মাঠে নেমেছে। নানা ইস্যুতে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চাই তারা। এই কারণে দল মত নির্বিশেষে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন বক্তারা। সমাবেশের শুরুতে প্রশাসনিক কর্মকর্তাদের অঙ্গীকারনামা পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান। পরে সবার অংশগ্রহনে বের হয় বর্ণাঢ্য রেলী। এলজিইডি ভবনে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।