চট্টগ্রামে মাস্ক না পরার অভিযোগে জেল-জরিমানা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাস্ক না পরার অভিযোগে জেল-জরিমানা করা হয়েছে। অপরদিকে, ময়মনসিংহ ও নোয়াখালীতে নো মাস্ক সার্ভিসের অংশ হিসেবে মাস্ক বিতরণ করেছে পুলিশ।
মাস্ক না পরার অভিযোগে চট্টগ্রামের টেরিবাজার আর আন্দরকিল্লা এলাকার অভিযানে জরিমানা গুণতে হয়েছে অন্তত শতাধিক ব্যক্তিকে। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক না থাকায় ৩০ জনকে ৬ ঘন্টা করে প্রতিকী কারাদণ্ড দেন।
যারা মাস্ক ব্যবহার করবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’ এ শ্লোগানে সচেতনতামূলক প্রচারণা হয়েছে ময়মনসিংহে। জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে একই কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সকালে একযোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসুচিতে অংশ নেন জেলা প্রশাসকসহ অনেকে।