চট্টগ্রামে ‘মাদকের’ টাকার জন্য মাকে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ১৯২৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করেছে তার ছেলে। এই ঘটনায় ঘাতক ওমর ফারুখকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে নগরীর পাহাড়তলী এলাকার ভেলুয়ার দিঘী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওমর ফারুখ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলো। মাদকের টাকা জোগার করতে প্রায় সময়ই তার মাকে মারধর করার পাশাপাশি এরাকায় চুরি ছিনতাইও করতো। ভোরে মাদকের টাকার জন্য ফারুক তার মায়ের ওপর চড়াও হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় রিনা আক্তারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মাদকাশক্ত ওমর ফারুককে ধরে পুলিশে দেয় স্থানীয় বাসীন্দারা।