চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
 - / ১৬৭৩ বার পড়া হয়েছে
 
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে, বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
ভোর ৬ টার দিকে নগরীর ষোলশহর রেল স্টেশনের পেছনে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ষোলশহর আই ডব্লিউ কলোনীর ভেতরে আব্দুল খালেক নামে রেলের এক কর্মচারী পাহাড়ের ঢাল কেটে ঘর তৈরি করে দরিদ্র মানুষদের কাছে ভাড়া দেয়। তারই একটি ঘরে পান দোকানী মোহাম্মদ সোহেলের পরিবার ভাড়া থাকতেন। গতকালও দিনভর সোহেল ঘরের ওপরে পাহাড় কেটেছে সমতল করে। রাত্রি থেকে বৃষ্টি হওয়ায় সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটির নিচে চাপা পড়ে সোহেল ও তার মেয়ে বিবি জান্নাতের মৃত্যু হয়। স্থানীয়রা তার স্ত্রী ও একজন আত্মীয়কে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
																			
																		
















