চট্টগ্রামে লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালানোর অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে এ কর্মসুচী পালন করেন তারা। এতে রিয়াজউদ্দিন বাজার, তামাকুণ্ডি লেইন, রাইফেলস ক্লাব মার্কেট ও নিউমার্কেটের হাজার হাজার ব্যবসায়ী অংশ নেন। ব্যবসায়ীদের দাবি, রোজা ও ঈদকে কেন্দ্র করেই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সারা বছরের আয়-রোজগারের বেশিরভাগ আসে। গতবছর লকডাউনের কারণে অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। এরপর এবছর অনেকেই সহায় সম্বল বিক্রি করে নতুনভাবে ব্যবসায় বিনিয়োগ করেছেন। কিন্তু মৌসুম শুরু আগ-মুহুর্তে হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় জীবিকা হারানোর শঙ্কায় আছেন তারা। তাই স্বাস্থ্যবিধি মানার শর্তে স্বল্প পরিসরে হলেও এবারের ঈদ মৌসুমে ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসুচী পালন করার পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন ব্যবসায়ী নেতারা।