চট্টগ্রামে বিভিন্ন পেট্রোল পাম্পে ফের অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে জ্বালানী তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পেট্রোল পাম্পে ফের অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বিকেলে নগরীর সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক মমিনুর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এসময় তেলের পরিমাপ মজুদের হালনাগাদ তথ্যসহ সংশ্লিষ্ট দফতরগুলোর লাইসেন্স ও এনওসি যাচায় করা হয়। প্রবর্তক মোড়ের একটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের অনাপত্তিপত্র না থাকায় তাকে জরিমানা ও চুড়ান্ত সতর্ক করা হয়। জেলা প্রশাসক জানান, জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু করেছে তারা। পর্যায়ক্রমে নগরীর সবগুলো পাম্পেই এই অভিযান চালানো হবে। এরপর বিভিন্ন ডিপো ও ডিও ব্যবসায়ীদের ডেড়াইও অভিযান চালানোর হুশিয়ারি দেন তিনি।