চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় যোগ দিতে এসে ৭ নেতাকর্মী আটক

- আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে এসে ৭ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। পুলিশের দাবি- পুরনো মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা। এসময় তাদেরকে আটক করা হয়।
বিকেলে নগরীর কাজির দেউড়ী এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির দাবি- প্রশাসনের অনুমতি নিয়েই দলীয় কার্যালয় চত্ত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির আয়োজন করেছিলেন তারা। কিন্তু কর্মসুচিতে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হঠাৎ করেই চড়াও হয় পুলিশ। কর্মসূচি পন্ড ও নেতাকর্মীদের মাঝে ভীতি সৃষ্টি করতেই শান্তিপুর্ণ মিছিল থেকে কর্মীদের আটক করা হয়েছে বলেও দাবি করে দলটি। পরে দলীয় কার্যালয়ের ভেতরে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সরকারের নির্দেশে পুলিশ সারাদেশে বিএনপির কর্মসুচীতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এসময় অন্যান্যের মধ্যে নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বকর বক্তব্য রাখেন।