চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রকাশের দাবি : ডা. শাহাদাৎ হোসেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন।
বিকেলে নগরীর কাজির দেউরি এলাকা থেকে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, তারুণ্যের সমাবেশকে ঘিরে নগরজুড়ে বিভিন্ন পয়েন্টে প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এমনকি জামালখান এলাকায় নিজেরায় দেয়ালচিত্র ভেঙ্গে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে এসব হয়রানী বন্ধ না করলে সরকারের দালালী করা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষনা দেন তিনি।