চট্টগ্রামে ফের শুরু হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ

- আপডেট সময় : ০২:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ৬ মাস বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে শুরু হবে নির্মাণ কাজ। নগরবিদরা বলছেন, সিটি কর্পোরেশন আর সিডিএর সমন্বয় না থাকায় প্রকল্পের কোন সুফলই পাচ্ছে না নগরবাসী। এভাবে চলতে থাকলে সরকারের হাজার কোটি টাকার শুধু অপচয়ই হবে।
বর্ষার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে গেলো ৬ মাস। শুষ্কো মৌসুমের শুরুতে তা ফের শুরু করার প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে পুরোদমে কাজ শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। এবারের বর্ষায় সবচেয়ে বেশী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানির স্রোত বাধাগ্রস্ত হওয়ায় আগের চেয়েও সংকুচিত হয়েছে খাল ও নালা নর্দমা।
সিডিএ বলছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালী না হওয়ায় একাধিকবার খনন করেও সুফল পাওয়া যাচ্ছে না। আর নগরবিদরা বলছেন, সিডিএ আর সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় থাকা জরুরী। তবেই প্রকল্পের সুফল পাবেন নগরবাসী। আগামী বর্ষার আগে কাজ শেষ করা না গেলেও অন্তত স্লুইচ গেইটগুলো সংযুক্ত করতে চায় সিডিএ
সিটি কর্পোরেশন-সিডিএর সমন্বয় না থাকায় সুফল পাচ্ছে না নগরবাসী