চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
রমজানের তৃতীয় দিনেও চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ টিম।
এ সময় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা টানিয়ে না রাখার অভিযোগে কয়েকজন বিক্রেতাকে জরিমানা করা হয়। সকাল থেকে দিনভর নগরীর বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী মার্কেট, বাকুলিয়াসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। দোকানীদের সতর্ক করে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তাদের কেউ যাতে জিম্মি করতে না পারে, সেজন্য রমজান মাস জুড়েই চলবে অভিযান।