চট্টগ্রামে নকল খাদ্যপণ্য তৈরীর অভিযোগে ফ্যাশন ফুডকে জরিমানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নকল খাদ্যপণ্য তৈরীর অভিযোগে ফ্যাশন ফুড নামের একটি কোম্পানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সকালে নগরীর টেক্সটাইল মোড় এলকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফ্যাশন ফুড নামের এই কোম্পানীটি দীর্ঘদিন ধরেই দেশের নামী দামী ব্র্যান্ডের সব পণ্যের প্যাকেট নকল করে বাজারজাত করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সকালে কোম্পানীর মুল কারখানায় অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।