চট্টগ্রামে ড্রেজারবাহী ভলগেট থেকে আরো চার শ্রমিকের ম’রদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের কবলে ডুবে যাওয়া ড্রেজারবাহী ভলগেট থেকে আরো চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। এ নিয়ে নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করা হল।
সকালে তৃতীয় দিনের অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাতে মিরসরাই ইকোনোমিক জোন সংলগ্ন উপকুলে ঝড়ের কবলে পড়ে ড্রেজারবাহী একটি ভলগেট উল্টে যায়। এই ঘটনায় ভলগেটে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হয়। পরদিন দিনভর উদ্ধার অভিযান শেষে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপরদিন ৩ জন ও সবশেষ আজ সকালে ইঞ্জিন রুমের দরজা ভেঙে বাকি চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সবাইকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।