চট্টগ্রামে বঙ্গবন্ধুসহ বিশিষ্ট ব্যক্তিদের দেয়ালচিত্রে হামলার ঘটনায় ২৪ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে জামালখানে বঙ্গবন্ধুসহ বিশিষ্ট ব্যক্তিদের দেয়ালচিত্রে হামলার ঘটনায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাসেদুর রহমানসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেল থেকে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে সিএমপির মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের অতিরিক্ত কমিশনার এ.এস.এম. মাহাতাব উদ্দিন। পুলিশের দাবি, গ্রেফতার জাসেদুরের কাছ থেকে একটি দেশী বন্দুকও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরীর কোতোয়ালী ও চকবাজার থানায় ১৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২শ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার বিকেলে কাজির দেউরী এলাকায় বিএনপির তারুণ্যের সমাবেশে আসার সময় চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষস্থলের পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাংচুরের ঘটনা ঘটে।