চট্টগ্রামে জাতির পিতার জন্মদিন ও মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেছেন সিটি মেয়র আ.জ.ম নাছিরউদ্দিন।
সকালে নগরীর টাইগারপাস এলাকায় নগরীর সবচে’ বড় এই ম্যুরালটির ফলক উন্মোচন করেন তিনি। এ সময় মেয়র জানান, জাতির পিতাকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে চসিক। প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ম্যুরালটি স্থায়ীভাবে বসানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের বড়পুল চত্বরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আতিকুল ইসলামের নেতৃত্বে ৮ জন নির্মাতা টানা ৬ মাস ধরে ম্যুরালটি তৈরী করেন। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যুরালটি উৎসর্গ করেন সিটি মেয়র আ.জ.ম নাছিরউদ্দিন।