চট্টগ্রামে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা মুক্তিযোদ্ধার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
এদিকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা মুক্তিযোদ্ধা মো. আলীমুল্লাহর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, রোববার সন্ধ্যায় জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে আসে আলীমুল্লাহ। এসময় চিকিৎসকদের সন্দেহ হলে তাকে আইসোলেশনে ভর্তি করেন। পরে তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল আসার আগেই বিকেলে তিনি মারা গেছেন। এদিকে জ্বর সর্দি জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শরীফ মোহাম্মদ নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছিলো। বিকেলে তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়েছে।