চট্টগ্রামে একটি অস্ত্র তৈরি কারখানা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ মুল কারিগর গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি অস্ত্র তৈরি কারখানা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ মুল কারিগরকে গ্রেফতার করেছে র্যাব । মাদক ব্যবসায়ী, জলদস্যু ও ডাকাতদের কাছে এসব অস্ত্র বিক্রি করা হতো।
সকালে নগরীর চাঁন্দগাও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রেব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এম এ ইউসুফ। মঙ্গলবার রাতভর বাঁশখালীর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র তৈরী কারখানার সন্ধান পায় র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। কিন্তু এলাকাটি দুর্গম হওয়ায় অভিযান চালাতে বেগ পেতে হয়। অবশেষে বিশেষ কৌশল ব্যবহার করে গতকাল রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮টি ওয়ান সুটারগান ও ২টি ট- টু পিস্তল ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার ও মুল কারিগর জাকেরুল্লাহকে গ্রেফতার করা হয়।