চট্টগ্রামে এক কিশোরকে জবাই করে পাহাড় থেকে ফেলে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নেশার টাকা যোগার করা নিয়ে বিরোধের জের ধরে এক কিশোরকে জবাই করে পাহাড় থেকে ফেলে দিয়েছে এক মাদকাশক্ত যুবক।
সকালে নগরীর টিএনটি পাহাড়ে এই ঘটনা ঘটে। কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, সকাল ১১ টার দিকে টিএনটি পাহাড়ের ওপর হেলাল নামের মাদকাশক্ত ওই যুবক নেশার টাকা যোগার করতে ভবঘুরে ১৪ বছরের এক কিশোরকে জিম্মি করে। একপর্যায়ে ব্লেড দিয়ে গলা কেটে পাহাড় থেকে ফেলে দেয় সে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযান চালিয়ে অভিযুক্ত হেলালকে গ্রেফতার করে।















