চট্টগ্রামে উজ্জিবিত বিএনপির তৃণমুলের নেতাকর্মীরা

- আপডেট সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীসহ টানা ১০ দিনের ধারাবাহিক কর্মসুচীতে উজ্জিবিত বিএনপির তৃণমুলের নেতাকর্মীরা। প্রশাসনের বাঁধার মুখেও দীর্ঘদিন পর পাড়া মহল্লা ও অলিগলিতে পর্যন্ত মিছিল সমাবেশ করেছে দলটি। তৃণমুলের কর্মীরা বলছেন, এবার সরকার পতনে একদফা আন্দোলনের ঘোষণা চান তারা।
মহাসড়ক থেকে শুরু করে অলি-গলিতে মিছিল ও মহল্লার মাঠে মাঠে সমাবেশ করেছে বিএনপি। নেতাদের অভিযোগ বরাবরের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে দমানোর চেষ্টা করেছে সরকার। কিন্তু জনগনের সতস্ফুর্ত অংশগ্রহনে তা সম্ভব হয়নি। তবে গায়েবি মামলার ধারা অব্যহত আছে এখনো।
কর্মীদের দাবি ১৪ বছর ধরে রাজপথে সক্রিয় আছেন তারা। কিন্তু বড় কোন দাবি আজও আদায় করতে পারেননি সরকারের কাছ থেকে। তাই এবার সরকার পতনে একদফা কর্মসুচী দেখতে চান তারা।
তবে নগর বিএনপির আহবায়ক বলছেন, এখনই একদফা নয়। পাড়া মহল্লা পর্যায়ের কর্মসুচী সফল হওয়াই এবার বিভাগীয় পর্যায়ে মহা-সমাবেশ করতে চান তারা। সেখান থেকেই পরবর্তি কর্মসুচী ঘোষণা করা হবে।
ক’দিন আগেও নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ ছিল চট্টগ্রাম বিএনপির সব কর্মসুচী। তবে এখন নানান ইস্যুতে রাজপথে উত্তাপ ছড়াতে শুরু করেছে দলটি।