চট্টগ্রামকে আইটি বিজনেস হাব হিসেবে গড়ে তোলা হবে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামকে আইটি বিজনেস হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দুপুরে চট্টগ্রামের কালুরঘাটে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আইওটি, রোবোটিকস, সাইবার সিকিউরিটিসহ উচ্চতর প্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এসময় অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।