চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা সর্বোচ্চ খরচ করতে পারবেন ৩১ লাখ ৫০ হাজার টাকা

- আপডেট সময় : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা সর্বোচ্চ খরচ করতে পারবেন ৩১ লাখ ৫০ হাজার টাকা। আর কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডভেদে ৩ থেকে ৬ লাখের বেশী খরচ করতে পারবেন না। রিটার্নিং কর্মকর্তা বললেন, নির্বাচন কমিশনের বেধে দেয়া এই নিয়মের ব্যত্যয় ঘটলে, ব্যবস্থা নেবেন তারা। আর বিশ্লেষকরা বলছেন, খরচের এই পরিধি বাস্তবসম্মত নয়। তাই মান্ধাতা আমলের নিয়ম বদলে, বাস্তবসম্মত খরচ নির্ধারণের পাশাপাশি তা মনিটরিং ব্যবস্থাও জোরদার করতে হবে।
চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০ লাখ ৩ হাজার ৬২ জন। ভোটারদের নজর কারতে মাথাপিছু সর্বোচ্চ ১ টাকা ৫৮ পয়সা খরচ করতে পারবেন প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন, পোস্টার, মাইকিংসহ ভোটের দিন পোলিং এজেন্টদের খাবারের ব্যবস্থাও করতে হবে এই টাকার মধ্যে। বিশ্লেষকরা বলছেন, বেধে দেয়া এই খরচ যে বাস্তবসম্মত নয় তা নির্বাচন কমিশনও জানে। আর তাই আইনের এই ধারাটি বাস্তবায়নে উদ্যোগ নিতে পারেন না তারাও। সেটাফ
তবে নাগরিক প্রতিনিধিরা বলছেন, সাদা-কালো পোস্টার, মিছিল মিটিং নিয়ন্ত্রনসহ আচরণবিধির কড়াকড়িতে খরচের জায়গাও সংকুচিত হয়েছে। প্রার্থীরা অপ্রদর্শিত খরচ পরিহার করলে, বেধে দেয়া টাকাতেই নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব।
আর রিটার্নিং কর্মকর্তা বললেন, বাস্তবসম্মতভাবেই নির্বাচনী ব্যয় নির্ধারণ করেছে কমিশন। যা মনটরিংয়ে কঠোর হবেন তারা। খরচের ক্ষেত্রে আইনে সীমা টানা হলেও বাস্তবে প্রার্থীরা খরচ করেন অনেক বেশি। কিন্তু এর জন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজীর অতীতে নেই।