চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধাণ দুই পার্থির আলাদা আলাদা মন্তব্য

- আপডেট সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় দেখতে চট্টগ্রামবাসী অধীর আগ্রহে বসে আছে। এমন দাবি করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেনের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
সকালে মোহরা এলাকায় বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমুলক আচরণের অভিযোগ করেন তিনি। বলেন সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে প্রশাসন সহায়তা না করলে এই নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয় ঠেকিয়ে রাখার ক্ষমতা সরকারের নেই। ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহবানও জানান বিএনপির জ্যৈষ্ঠ এ নেতা। এদিকে মাদারবাড়ি ও পাঠানটুলি এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। প্রতিটি প্রচারণায় ব্যাপক জনসমাগমের কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বাসী এখন নৌকার বিজয় দেখার অপেক্ষায় আছে। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৯ মার্চ ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করবে বলেও জানান তিনি।