চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য

- আপডেট সময় : ১০:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা কেন্দ্রমুখী হবে বলে আশার কথা জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আর বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেনের অভিযোগ, উৎসবমুখর ভোট গ্রহণে কোন উদ্যোগ নিচ্ছে না নির্বাচন কমিশন।
৬ষ্ট দিনের প্রচারণায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে পাল্টাপাল্টি এসব বক্তব্য দেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সকাল ১০ টায় নগরীর গোসাইলডাঙ্গা মন্দীর থেকে নির্বানী গণসংযোগ শুরু করেন বিএনপির মনোনীত মেয়র প্রর্থী ডাক্তার শাহাদাত হোসেন। এসময় নির্বাচনকে উৎসবমুখর করতে নির্বাচন কমিশনকে দেয়া বিএনপির ৫ দফা সুপারিশ মেনে নেয়ার আহবান জানান তিনি। এদিকে কে.সি. দে রোডের প্রধান নির্বাচনী কর্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রর্থী এম রেজাউল করিম চৌধুরী। এসময় উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চান তিনি।