চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দফার প্রচারণায় সরগরম
- আপডেট সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দফার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বন্দর নগরী। নির্বাচিত হতে নানান প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করছেন প্রার্থীরা।
সকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা এমএ আজিজের কবর জিয়ারতের মাধ্যমে চতুর্থ দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার দাবি- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে মুখিয়ে আছে জনগণ। নির্বাচিত হতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার কথাও জানান তিনি। এদিকে বহদ্দারহাট হক মার্কেট এলাকা থেকে প্রচারণায় নামেন বিএনপি’র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তার দাবি প্রশাসনের সহায়তায় জনগণের ভোট ছিনতাই করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি’র বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলেও জানান তিনি।






















