চট্টগ্রাম, যশোর ও ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, যশোর ও ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় ক্সবাজারের কারাবন্দী সাংবাদিক ইমাম খাইরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগাড়ায় মানবন্ধন ও সমাবেশ করেছে কর্মরত সাংবাদিকরা। তারা বলেন, ৫ নভেম্বর এক হত্যা মামলায় মোবাইলের কল লিস্টকে কেন্দ্র করে সন্দেহজনক ভাবে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইমাম খাইরকে গ্রেপ্তার করা হয়। মানব বন্ধনে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
দলের প্রতি আনুগত্য ও প্রধানমন্ত্রীর প্রতি সন্মান প্রদর্শন করে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে মোঃ সোহরাব হোসেন স্বতন্ত্র প্রার্থীর পদ প্রত্যাহারে যশোরের শার্শায় সাংবাদিক সম্মেলন করেছেন।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।