চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
৯ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সমাবেশ করেছে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালস করে তারা।চট্টগ্রাম বিভাগীয় কমিটি আহবায়ক নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকেই। এসময় বক্তারা দ্রুত ৯ দফার বাস্তবায়নের দাবি জানান।
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ ও উখিয়ার রেজু আমতলীতে আলাদা অভিযানে ২ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ও বিজিবি। আটক করা হয়েছে ৫ পাচারকারী।
দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বিসিজি টেকনাফ স্টেশনের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার। লে.কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, ভোররাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে পানির ড্রামের ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, উখিয়ার রেজু আমতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা। ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেন। মাদক পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।










