চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ‘মাদককে না বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে উম্মুক্ত ‘নাইট শর্ট পিচ’ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
নগরীর পতেঙ্গা বিজয় নগর এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কাউন্সিলর সালে আহমেদ চৌধুরী। এসময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবকদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে বলে জানান তারা। এতে উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা জাবেদ হোসেন, ব্যাংক এশিয়ার পরিচালক টিটু দেবসহ অন্যান্য অতিথিরা।বিজয়নগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়নগর ইয়াং স্টারকে হারিয়ে জয় লাভ করেন দক্ষিণ হালিশহর ক্রীড়া সংঘ।
শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতায় জাতীয় উন্নয়নে অঙ্গীকার শীর্ষক সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি।
নগরীর হোটেল আগ্রাবাদে আয়োজিত চট্টগ্রাম সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ড, ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার গুনগত মান, জেন্ডার সমতা এখনো অর্জিত হয়নি। এখনো নারীদের কোটার উপর নির্ভর করতে হয়। ৭০ শতাংশ নারী পারিবারিকভাবে নিগৃহীত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহিলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস শামিমা হারুন লুবনা, সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. আনোয়ারা আলম।
জামিল বিন খলিলের প্রথম কাব্যগ্রন্থ আকাশ তুমি থামো এর মোড়ক উন্মোচন হয়েছে চট্টগ্রামে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, লেখকরা ঘোরের মধ্যে থাকে বলেই শব্দের বিস্ফোরণ হয়। অনেকেই লেখেন কিন্তু সবার লিখা হৃদয়ে জায়গা করে নিতে পারে না। জামিল বিন খলিলের লেখা পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালালউদ্দিন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক কবি ও প্রাবন্ধিক অধ্যাপক হোসাইন কবির, খেলাঘর উত্তর জেলার সভাপতি সাংবাদিক মো. খোরশেদ, খেলাঘরের সহ-সভাপতি ডিজাইনার রওশন আরা চৌধুরীসহ অন্যান্যরা।
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মাদ্রাসা থেকে এক শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদ্রাসার দ্বিতীয় তলায় ওই শিশুর গলাকাটা দেহ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে সকালে ক্লাস শুরুর পর থেকে মুশফি নিখোঁজ ছিল। নিহত মুশফির বড় ভাই ইমতিয়াজের অভিযোগ, মাদ্রাসার শিশুদের নির্যাতন করা হতো। কিছুদিন আগে হুজুরের পিটুনি খেয়ে ৫ ছাত্র শহরে পালিয়ে গিয়েছিল। নিহত শিশুর নাম ইফতেখার মালেকুল মুশফি। তিনি একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।
কক্সবাজারের উখিয়া থেকে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব।
শুক্রবার গভীর রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান নিয়ে অটোরিক্সা দিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছে এমন খবর পায় রেব। পরে উখিয়া এলাকায় চেক পোস্ট বসিয়ে অটোরিক্সাটি তল্লাশি করে ১ লাখ ৯৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় অটোরিক্সাটিও। গ্রেফতার তিনজন হলো- হেলাল উদ্দীন, তারেক ও নুরুল আমিন। তারা দীর্ঘদিন কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ম্যান স্টার ক্লাবের ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে চুনতি নলবনিয়ায় ম্যান স্টার ক্লাব কার্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। নিজেদের দক্ষ করে তোলার পাশাপাশি দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক হামিদুর রহমানসহ আরো অনেকে।
আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা।
সকালে চট্টগ্রাম নৌ জেটিতে নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। যুদ্ধজাহাজটি ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কাতারে আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নেয়ার পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফর করবে। জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য মহড়ায় অংশগ্রহণ করবেন। এতে নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশা-পাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে নৌ-বাহিনী প্রধান। জাহাজটি দেশে ফিরবে ৭ এপ্রিল।










