চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কাস্টমস হাউজে বৈদেশিক চালান থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় কামরুল হাসান নামে একজনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশ জানায়, কামরুল হাসানের বাসা ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিজেএস কলোনীতে। তিনি আয়কর বিভাগের একজন অফিস সহকারী। চালান প্রেরক রাজীব বড়ুয়ার বাসাও আগ্রাবাদ সিজিএস কলোনিতে। তিনি ইতালির রোমে থাকেন। ২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম কাস্টম হাউসের ফরেন পোস্ট শাখায় ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ পাওয়া যায়।
জমা করা টাকা ফেরত পাওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকরা।
দুপুরে নগরীর ইপিজেড এলাকায় মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা বেশি লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করেন। কিন্তু দীর্ঘদিন প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তারা গ্রাহকের কোটি কোটি টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করছেন। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগীরা।
লাগামহীনভাবে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সাতকানিয়ার বিএনপি নেতারা।
অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের সাতকানিয়ার এলাকায় শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় এসব মন্তব্য করা হয়।এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক এম এ রহিম, বিএনপি নেতা হারুনুর রশীদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈমের পক্ষ থেকে চট্টগ্রামে ভাসমান ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দুপুরে দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েমের অর্থায়নে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজিম উদ্দীনসহ দক্ষিন জেলা যুবলীগের নেতা কর্মীরা।










