চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিজেদের জলসীমায় প্রবেশের দায়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছে কক্সবাজারের ২৭ জেলে। তারা এখন দেশটির কারাগারে বন্দী। জব্দ করা হয়েছে বাংলাদেশি ট্রলার এফবি শাহ আমানত।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ২৭ জেলে আটকের সংবাদ প্রচার করা হয়। ট্রলার মালিক সাজ্জাদুল ইসলাম জানান, অমল কান্তি নামের এক গণমাধ্যমকর্মী তাকে ফোনে আটকের বিষয়টি জানিয়েছেন। ১৯ ফেব্রুয়ারি আটক জেলেদের কলকাতার আদালতে নেয়া হলে জলসীমা অতিক্রম করার অভিযোগে ২৭ জেলেকে ১৪ দিনের সাজা দেয় আদালত। ভারতে বন্দী জেলেদের সবাই কক্সবাজারের মহেশখালীরর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের বাসিন্দা। এদিকে, মহেশখালীতে তাদের পরিবারে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, জেলেদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজ্যপাদ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্নাত্মানন্দীজী মহারাজ।
মহারাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেবাশ্রমের কর্মকর্তারা। পরিদর্শন শেষে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে, প্রকৃতপক্ষে সে নিজের কল্যাণই নিশ্চিত করে। সকলকে নি:স্বার্থভাবে মানবতার সেবা করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রদীপ কুমার গুহ, সাধারণ সম্পাদক এডভোকেট হরিপদ চক্রবর্তী ও সুমন গুহসহ আরও অনেকে।
আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈমের পক্ষ থেকে চট্টগ্রামে ভাসমান ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েমের অর্থায়নে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক , মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজিম উদ্দীনসহ দক্ষিণ জেলা যুবলীগের নেতা কর্মীরা।










