চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশনে ভাসমান মানুষদের করোনার টিকা দেয়া হয়েছে।
জেলা প্রসাশনের উদ্যোগে টীকাদান কার্যক্রমে সহযোগিতা করছে বেটার ফিউচার বাংলাদেশ, রেডক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন। সামাজিক সংগঠনের কর্মকর্তারা জানান, নগরীতে অসংখ্য ভাসমান মানুষ রয়েছে। যাদের বেশিরভাগের কাছে জাতীয় পরিচয়পত্র নেই। করোনা সংক্রমন রোধে এসব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনার টীকা গ্রহণ করতে পেরে খুশি ভাসমান মানুষ।
চট্টগ্রামের বন্দর এলাকায় উদ্বোধন করা হয়েছে হালিশহর লাকী ক্লাবের নতুন কার্যালয়।
ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা। এসময় তারা বলেন, বখে যাওয়া যুবকদেরকে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া আন্দোলনে সম্পৃক্ত করা গেলে সুশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ মহসিন, মোরশেদ আলসহ আরো অনেকে।










