চট্টগ্রাম বন্দরে কোন অদক্ষ জনবল নিয়োগ দেয়া হবে না : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে কোন অদক্ষ জনবল নিয়োগ দেয়া হবে না বলে সাফ জানালেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে উপদেষ্টা কমিটির ১৪তম সভাশেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে দক্ষতার পরিচয় দিতে পারলে সমুদ্রকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে উপকুলীয় জনগোষ্ঠিকে প্রাধান্য দেয়ার কথাও জানান তিনি। এছাড়া চট্টগ্রাম শহরের যেসব সড়ক-মহাসড়ক বন্দরের ভারি যানবাহন চলাচলের জন্য বেশি ব্যবহার হচ্ছে– সেসব সড়ক-মহাসড়ক উন্নয়নে আরো ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌসচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিসহ বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বেসরকারি কনটেইনার ডিপো বা অফডক সরানো, অফডকের বিভিন্ন সেবার বিল কমানো, বন্দরের নিলাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।



















