চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে চাপে পড়েছে পাকিস্তান
- আপডেট সময় : ০২:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে চাপে মুখে পড়েছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেটে ২৩৩ রান।
তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। তাইজুল-মিরাজের স্পিন বিষে নীল সফরকারী চার ব্যাটার। এদিন কোন রান করেই আউট হন আব্দুল্লাহ শফিক। ব্যক্তিগত ৫২ রানে শফিককে ফিরিয়ে ব্রেক-থ্রু আনেন তাইজুল ইসলাম। পরের বলে আজহার আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই স্পিনার। এরপর বাবর আজমকেও টিকতে দেননি মেহেদি মিরাজ। আর ফাওয়াদ আলমকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তাইজুল। তবে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে লড়ছেন আবিদ আলী। মধ্যাহ্নভোজের বিরতির পর স্পিন সরিয়ে পেসারদের আক্রমণে এনেছিলেন অধিনায়ক মুমিনুল হক। অধিনায়কের এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করলেন এবাদত হোসেন। মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তিনি। ৩৮ বলে ৫ রান করে আউট হয়েছেন রিজওয়ান। এর আগে প্রথম দিনে বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট বাংলাদেশ।
















