চট্টগ্রাম টেস্টে শ্রীলংকাকে জবাব দিচ্ছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে শ্রীলংকাকে জবাব দিচ্ছে বাংলাদেশ। লঙ্কানদের প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিন ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৮৪ রান।
বিনা উইকেটে ৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিনও বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতক তুলে ৫৮ রানে আউট হন জয়। এতে তামিমের সঙ্গে ভাঙ্গে ১৬২ রানের জুটি। সুবিধা করতে পারেননি নাজমুল শান্ত। ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে, অবিচল ছিলেন তামিম, তুলে নেন টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরি। তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুলকে নিয়ে প্রতিরোধ গড়ার চেস্টায় দেশসেরা ওপেনার। এর আগে, প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলংকা।