চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও তাদের কর্মচারীরা। এই কর্মসুচির কারণে বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল বন্ধ রয়েছে।
ফলে চট্টগ্রাম বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম ব্যহত হচ্ছে। একই সঙ্গে রাজস্ব আহরণ বন্ধ রয়েছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে। সকাল ৯টা থেকে কর্মবিরতির পাশাপাশি কাস্টমস কার্যালয় দফায় দফায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, আইন উপেক্ষা করে ৭ শতাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে কাস্টমস কমিশনার। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সবাইকে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান আন্দোলনকারী সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারীরা।










