চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এসময় ইতিহাস বিভাগের বেশ কয়েকটি কক্ষ, জানালার কাচ ভাংচুর করা হয়।
দুপুরে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এরই জের ধরে দুপুরে দু’পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এসময় ইতিহাস বিভাগের শিক্ষকদের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ব্যাপক ভাংচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের জন্য শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে-অন্যকে দায়ী করেছে।